ভেসে যাওয়া কাঠ দেখে বেড়িয়ে এসেছে জ্ঞান,  
ফলরূপে বেরিয়ে এলো এক অভিনব জলযান।
বৃক্ষ গুঁড়ি গড়ায় দেখেও যায়নি থেমে থাকা,      
ভাবতে গিয়ে তৈরী হলো অবাক যন্ত্র ‘চাকা’।
বাজ, শকুনের ডানার ভ’রে উড়ে চলা দেখে,
শিল্পী কেহ এক উড়ান-যন্ত্রের ছবি দিল এঁকে।  
বিজ্ঞান তার জ্ঞাণালোকেই তৈরি করলো যান,  
প্রকৃতির এক জাগ্রত জীব তাই হয়েছে মহান।    
সকল জীবের শ্রেষ্ঠ প্রাণী ধরার বক্ষে ‘মানুষ’  
আজ আধুনিক নিশ্চিন্তে উড়ায় খুশির ফানুস।  
মানবজাতিই ক্ষমতাবাহী পাড়েও সকল কাজ,    
ছোট,বড়ো সর্বস্থানে যদি ভুলতে পাড়ে লাজ।  
ছুঁয়ে দিয়েছে অজানা লোকের সভ্যতার শীর্ষ
রামধনু রং ছড়িয়ে আজকে আহ্লাদিত বিশ্ব।  
ধরার মতো অন্য গ্রহেও থাকলে প্রাণ-ভূমি,  
সেই জগতের প্রাণী এসে, হয়তো দেবে চুমি।  
সম্মানিবে স্বর্গ-জ্ঞানেই, বিশ্বেরই বাড়বে মান,
মানুষ তুমি একাগ্রতায়; স্থাপন করেছো ধ্যান।