পা দিয়েছি কেবল ষাটে!  
                   বলছো কেন বুড়ো?
দাদা বলতে লাগলে জ্ঞানে,
                  বলতে পারো খুড়ো।
এখনও আমি বড়ো মাছের-
                   খাই চিবিয়ে মুড়ো।  
মাংস খেলে দাঁতেই পিষে,  
                   হাড়কে করি গুঁড়ো।
ভ্রমণ কালে দৌড়ে উঠি-  
                     উঁচু পাহাড় চুড়ো।
চুল পাকেনি, দাঁত পড়েনি-
                  হইনি তো থুরথুরো।
নাচে গানে যাত্রা পালায়-  
                   ফিট রয়েছি পুরো।
উজ্জ্বলতায় কমতে পারে-  
                তাই কি আমি বুড়ো?