বসন্তের রঙ্গে রাঙ্গাবেই মুখ!  
পাগলের ভাবনা এতেই সুখ।
ঋতু বৈচিত্রের চক্র ঘূর্ণয়মান,
অথচ দেশবাসীর ওষ্ঠাগত প্রাণ।  
অভাবে,অনাহা্রে,বিদ্ধস্ত দম্পতি,
ছিন্তায়ে,লুটপাটে কারো সম্মতি।
অশ্রুসিক্ত নয়ণে দেশমাতা হাসে,  
ফি-বছর তবুও বসন্ত আসে।