শাশুরির নয়ণ উন্নয়নে,            রয়েছে মোহ বধূর মনে,
                      এটাই প্রভেদ শুধু।
সংসারী হ্য় বয়স ভারে,           সেটা কি আর বধূ পারে,
                       গৃহের নবীন বধূ।
শিক্ষা দিতে শাশুরী মাতা,       খুলেন যখন বিধান খাতা,
                      গৃহিনী গড়ার জন্য।
স্বামী নিয়ে ব্যস্ত সেজন;      তার কি থাকে সংসারে মন?
                      ভাবনাটা তার অন্য।
দুই মনে তাই ফাটল আসে,    একের শাষে, অপর ত্রাসে,
                       শান্তি হারায় ঘরে।
মানটুকু যা থাকে চাপি,            প্রকাশে তা উদর ফাঁপি,
                       এই বিশ্ব চরাচরে।
অজ্ঞানতায় রাগের বশে,         মুখে রোষের আগুন খসে,
                        চক্ষু রক্তে রাঙে।
প্রবল ঝড়ের ছদ্মবেশে,           সুখের ঘরে ভুলটা এসে,
                      মন যেন কাঁচ ভাঙে।
ঠিক পথটি কেউ খোঁজে না ,    বউ-মা কিংবা শাশুরী-মা,
                       সংসারটা হ্য় ভিন্ন।
সুখ নদীতে ভাঙন এসে,          ভাসায়ে দিয়ে অবশেষে,
                     রেখে যায় কালো চিহ্ন।