বাঘের অনুভবে যাকে আজ বন্ধু ভেবে,  
আসনে বসালে রাজসাজে করে সুসজ্জিত।  
ইতিহাস ঘেঁটে পরিচিত হয়েছো স্বভাবে,  
দেখো আজকে তোমরাই যুদ্ধে পরাজিত।  
মুক্তার লোভে নামালে যারে সিন্ধুসিঞ্চনে,
মৎস্য-কন্যাই সেজে আজ রানী তল্লাটে।
বঞ্চিত হয়েই কেন কাঁদো বৃথা এইক্ষণে,
চুরি নেশায় আজ শিকারী বেড়াল বটে।  
মাছ-মাংস-দুধের স্বাদ ভুলবে কি করে,  
সারাক্ষণই স্বপ্ন দেখে্ন রাজপালঙ্কে শুয়ে।
সামনে পেলে ইঁদুর-ছুঁচোও খাবেন ধরে,
শুদ্ধ করা যায়না স্বভাব গঙ্গাজলে ধুয়ে।
মরণের কুঁয়ো খুঁড়েছি আমরাই নিজেরা,
ভুল করে ক্ষমাটা পেয়েছিল কভু কেউ?
আজ মোদের চক্ষুসমুখে মৃত্যুরই ইশারা,    
বাঁচতে চাও, উঠেছে মরণ সাগরে ঢেউ।
তাপ তো এখন সইতেই হবে অকাতরে,
কেনবা অহেতু ওই চোক্ষু ছল ছল জল।  
তোমরা জাগ্রত হও বাঁচার তাগিদ তরে,  
অস্ত্র ধরো আজকে ঝড়াও রক্ত অনর্গল।