এক ঘেয়েমী জীবনটাই তো-
                ছুটির জন্য লাফিয়ে ওঠে,
সুযোগ পেলেই জুটিয়ে সঙ্গী,
                ভ্রমণ কিংবা তীর্থে ছোটে।
স্কুল,প্রাইভেট, বাড়ির পড়ায়-
                ছাত্ররা যেমন ক্লান্ত চোখে,
মায়ের কাছে বায়না নিয়ে,
            প্রোমোদভ্রমণ ইচ্ছেই ঝোঁকে।
কাজের থেকে ফিরলে ঘরে-
                বাড়ির মালিক চায়ই ছুটি,
বিছানায় সে এলিয়ে পরে,
               ধৌত কোরে হাত-পা দুটি।
ছুটি মানেই আমোদমেলা আর
                  ছুটি মানেই বনভোজন,
আয়ুষ্কালের বৃদ্ধি ঘটে যখন
               খুশিতে থাকে আত্মস্বজন।
কাজের ছুটির আবদার আছে
                 পেটের ছুটি কই মেলে?
রান্নাঘরের মা বলে দেন-  
               ছুটিহীনা আমি রই জেলে।
তাই বছরে একটি হলেও-
              করো ভ্রমণের পরিকল্পনা,
ছুটি খুঁজেই কয়েকটি দিন-
                ভ্রমণ পথে যায় চলোনা।