আমার সময় যাচ্ছেই যদি চলে,
            এই বর্তমানে অকাজে অহেতু,
ভাবছি বসে তাই একদা মনে,
         বাঁধবো বড় খ্যাতির কোন সেতু।
করবো কঠিন পরিশ্রমের ফসল,
           ডানা যুক্ত সাইকেল আবিষ্কার।
সেই যানেতে বসে একদিন মানুষ,
               উড়েই হবে সপ্তসাগর পার।
সবাই হবে সেই যানেরই চালক,
          হারিয়ে যাবে বিবাদ কিংবা দ্বন্দ্ব,
বিশ্বমাঝে ছড়িয়ে পড়বে তার-
          সুস্বাদ কিংবা মোহিত করা গন্ধ।
আমিও তার হয়েই একটা যাত্রী,
          চলবো ভেসে দূর গগনের পথে।
বলবে সবে নীচের থেকে তখন,
             ঐ সে উড়ে আপন গড়া রথে।
বিজ্ঞানীরাও গর্বে আমায় নিয়ে,
          সুসন্তানের আখ্যা দেবেন বড়ো।
ভারতবাসী খুশির তুফান এনে,
             সম্মানিবে বিশাল বড়োসড়ো।