“আই বসন্ত তুই”পলাশ ডাকিছে,ওরে!
আগুন নি্য়েই ফাগুন, ধরাতে বিচরে।
ছড়ালো আবীর মনে, আর ওই বনে,
আজ মেতেছে ভুবন, কোকিল-কূজনে।
শ্রীকৃষ্ণের দোলযাত্রা বার্তা দিয়ে যায়,  
যত সহচর-সহচরী বৃন্দাবন মাতায়।
বিহঙ্গ-বিহঙ্গী নাচে, যত বিটপ শাখে,
পতঙ্গ সমূহ তাহাতেই পুষ্পরেণু মাখে।  
ফসল আনিলো চাষী, করে জীবন পণ,    
আনন্দে উৎফুল্ল, পেয়ে পরিশ্রমের ধন।  
মাঠেমাঠে সবুজে-হলুদে সেই মাখামাখি!  
মনুষ্যজন বাসন্তী’কেই করে ডাকাডাকি।