প্রধান কিংবা মুখ্য,
সবাই তো এক মন্ত্রী।
নিজের স্বার্থ বজায় রাখার-
একেকটা সব যন্ত্রী।
পারেনা কি চুরি-বিদ্যার,
ঐ পারদর্শিদের ধরতে?
পারেনা কি শক্ত হাতে,
নির্ভেজাল দেশ গড়তে?
স্বাধীন দেশের বয়স হল-
পঁচাত্তর বছর পার।
আজও পরাধীনতা হতে মানুষ,
হয়নিকো উদ্ধার।
স্বার্থ কূপে ডুবটা দিয়েও;
শুদ্ধ হয়নি দেহ,
ভক্তি উজার ভয়ের হেতু-
মান পায়নি কেহ।  
আসলে এঁরা জ্ঞানীই তো না,
শুধুই দেশের চালক।
দেশের আঁধার ঘুঁচিয়ে এঁরা-
কেমনে জ্বালবে আলোক।
দেশের সকল মানুষকে তাই,
ডাকছি সবাই এসো।
আগে দেশকে রক্ষা করো।
পরেই খুশিতে হেসো।
দেখবে তখন শান্তি পাবে,
কর্ম পাবে যে যার।
শক্তি পাবে ওই মন্ত্রীদের,
পদটা বুঝিয়ে দেবার।