ফুল ফুটেছে আজ রঙ-বেরঙের,
       বেড়েছে অলির আনাগোনা।
প্রকৃতির শোভায় হচ্ছে মোহিত,  
        দেখে সবে তাই আনমনা।

প্রজা্পতি আর ঐ কীট পতঙ্গ,  
        নাচছে ডানায় ভর দিয়ে,  
এক ফুলের থেকে খেয়ে মধু,    
        ঘুমোচ্ছে অন্য ফুলে গিয়ে।


বনের কোণে দাড়িয়ে দেখেই-  
        খুশী ছোট্ট সোনা ফুলটুসী।
তাকেই দেখে আর ছোটদের;
        করছে মনে ঐ উসখুসই!


ভাবছে তারা এইখানেতেই-
        দিন কাটাবে সবাই মিলে,
কীভাবে নেয় ফলের আকার,  
        একের পরাগ অন্যে দিলে।


ছোট্ট শিশুর মনেও এতো,      
      প্রকৃতির ওই ভাবনা গভীর!
মানুষ কি তার ভাবছে কিছু,
       তেমন কোন নতুন ছবির।