মানুষের দৃষ্টিশক্তি আর কতটুকুই,
মাঠের এপ্রান্ত থেকে ওপ্রান্ত-
ছোট থেকে সব হয়ে যায় ছোট!  
দেখতে পায়না কিছু অভ্রান্ত।
তবু নিজেরে দেখাতে চায় বড়ো!  
মনটাকে সরিয়ে রেখে দূরে।
অন্ধত্ব ঘুচবে না জানি কোনদিন!
সুবেশে,চাটুল কৌশলে ঘুরে।
দূরদৃষ্টির বড়াই-এ আজকে যারা-
সমাজ মাঝে হয়েছে মাথা।
মৃত্যুকালীন ভিজবে চোখের জলে,
তখন কেউ ধরবেনা ছাতা।
দৃষ্টিশক্তি যেতেই কতদিন আর!
চিত্রগুপ্তের হাতে গন্ডিরেখা।  
বছর দশেক পেরোলে হয়তো বা,
শমন নিজেই করবেন দেখা।
তখন মনে উদয় হবেই তোমার,
নিজেকে ভুলে ছিলাম বহুদূর।
তখন যতই কাদোঁ বিলাপ গেয়ে,
লাগবেনা রাগের কোন সুর।
শেষের দিনে কেউ হবেনা সঙ্গী,  
তোমার আপন কিংবা পর।
যমের শাস্তি মানতে হবে সেদিন-  
রবে পড়ে মাটির গড়া ঘর।