জ্ঞানবীর ধ্যান-ধীর, নতশির তাই,    
আজীবনে সারাক্ষণে, সাবধানে ধায়।      
জ্ঞানহীন মান ক্ষীণ, করে ঋণ, ভবে,
সু-চতুরে, বাহাদুরে, ঠিক-দূরে রবে।
মা ও বোনে, গৃহ কোণে, উন্নয়ন চেয়ে,
খুশি ঠাসা, ভালোবাসা, দেন আশা ছেয়ে,
সুর-লয়; ঠিক রয়, গান হয় গলে।
পেলে বর মেলে ঘর, চরাচর টলে,  
তবু কেন; আজ হেন, সব যেন ভুল!
মা’র পা’য়, সেবাটায় ফাঁকি যায় ফুল।      
মন-কূপে পুষ্পে-ধূপে দেবী রূপে গড়ো,
সেথা তবে শান্তি রবে, মান হবে বড়ো।
স্বার্থ যেথা, হার সেথা, মহাত্রাতা কয়,  
হানা-হানি মান হানি, প্রাণ-খানি ক্ষয়।
মহা-মনে উপার্জনে যদি শোধি ঋণ,
শুভ লাভে সুস্বভাবে কেটে যাবে দিন।