ভাবো যদি তুমি মরে গেছো,  
ভাবনাটা কি তবে ভুল!
সেই রাগ করে গিয়েছো সেদিন-
সম্মুখে আসোনিকো একচুল।
নিশীথে দেখি তো রোজ;  
রেখেছো আমারই খোঁজ,
শুধু হাড়ের দেহটি নিয়ে-
আমারই চলা পথ দিয়ে-
চলে যাও কোন গন্তব্যে।
মাটিতে পা নেই, চলো তাও,
থুতনিহীন মুখে তবু সাড়া দাও,
আমার যত গড়া মন্তব্যে ।
তুমি বুঝে গেছো আজ,
সেটা ছিল ভুল কাজ ।
ত্যাজিলে সেদিন রাগ ও ক্রোধ,
আর মনে পোষা যত বড়াই ,
ঠাঁই পেতে তুমি কংকালিনী -
আমার এই শূন্য বুকেতে ।
চোখ রেখে আজ খুঁজে দেখো
চিরদিন সহিষ্ণুরাই থাকে ধরায়।