নারায়ণ চন্দ্র হালদার
শতশত বছর,‘ধরাবক্ষে’স্থায়িত্বটা চাই,  
দেশে উন্নয়ন আসুক তোমার চেষ্টায়।  
কারণ, তুমিই একমাত্র সহায়ক লোক,
সহায়তার প্রতি সুস্থির অপলক চোখ।  
বিপথগামী পৃত্থীবাসীর ওই মেরুদন্ড-
মেরামতের চেষ্টায় ব্যর্থ হয়েও সবল,  
অচেতন মন্দ মানুষ করেছে লন্ডভন্ড,
সততার বিস্তৃতি তাই অসতের কবল।
তুমি থাকো, এর বিহীত করো কিছু,
নহিলে সভ্যতার মান,হবে অনেক নীচু।  
সেইপথে নাও ডেকে, চায় যারা যেতে,    
তাদের দেখে, আর সকলে উঠুক মেতে।
আপন হাতে বুনো বীজ, জনপদ জুড়ে-
‘সুরেলা-কন্ঠ’বেজে উঠুক সমতার সুরে।