শৈশব থেকে কৈশর আসে
পরেই যৌবন মারে উঁকি।
এই বয়সের দাপট কঠিন,
মানে না জীবন ঝুঁকি।


উপার্যনের কারণে যেমন,
ত্যাগ স্বীকার করে নেয়।
স্বদেশ মাতার মানের লাগি,
না ভেবেও প্রাণ দেয়।


তাই যৌবনের গুরুত্ব বেশি,
সকলকেই ভাবতে হয়।
কর্ম দিলে তাদের হাতে,
তারা আনে দেশের জয়।


তাদের উড়াও ঘুড়ি করে,
আর লাটাই রাখো হাতে।
উন্নয়ন দেখো পর্বত ছোঁবে,
মরবে না কেউ ভাতে।


নেতা মন্ত্রী সবাই ভাবো,
দিওনা করে তা পন্ড।
যৌবনকে দাও পূর্ণ মর্যাদা,
যুগে যুগে যৌবনই মানদন্ড ।