পক্ষিসম স্বাধীনতায় উড়তে পেতাম যদি-    
ডানা দুইটি মেলে খুশির ঝড়ে গগণপথে,
হাওয়ায় ভেসে আপন পলকা পালক রথে,    
পেরিয়ে যেতাম ওই সাগর, পাহাড়, নদী।  
যেথায় মা গিয়েছে চলে, ফেলে একা দাসে!
রাগ দেখিয়েই সেথায়, মা’কে দিতাম বকে।
কেন তুমি রাখো নাগো আমায় চোখেচোখে?  
শোক সাগরে মা-হারা ধন নৌকাসম ভাসে।  
ফিরবো ঘরে তোমায় নিয়ে,মম ছোট্ট ডানায়,
জরিয়ে ধরে বক্ষে মোরে বলবে আমার সোনা।
মনানন্দে আদর ভরে ডাকবে ‘চাঁদের কণা’,
অশেষ খুশি মিলবে তখন মাতা এবং ছানাই।