হাড় আর রক্ত-মাংস নিয়ে জন্মালে-
                        ওই মাতৃ-গর্ভ হতে,
সত্যিকারের মানুষ হবে যায়না বলা-
                         মহৎ জনের মতে।
মানুষ হওয়া নয় মুখের কথা যেথা
                          কর্মে হয় পরিচয়,
শ্রদ্ধা,ভক্তি,মায়া,পুষতে হবে অন্তর্,
                          কভু নিষ্ঠুরতা নয়।
যেমন ভাবে গড়ে যাহার জীবন;
                         মান তেমনই পায়,
জ্ঞান গরিমায় অহংকা্রী হলেই -
                       দমকায় ভেঙ্গে যায়।
বায়ু হতে হালকা গ্যাসে পূর্ণ হলে;  
                        যেমন উড়ে ফানুস,
মান আর হুঁশে পূর্ণ হলে মগজ    
                     তবেই সে হয় মানুষ।
আঁধার জীবন কাটতে পারে কষ্টে
                        সূর্য্য দেয় ঐ উঁকি,
মানুষ হবার লক্ষ্য যদি থাকে মনে
                         লইতে হবে ঝুঁকি।