মেঠো পথের একধারে তালগাছগুলি,  
সারিবদ্ধ দাঁড়িয়েই উচ্চে মাথা তুলি।  
দূরে বড়ো বনানি;পাখি যায় গোনা,
ভরা ক্ষেত সবুজে, আগামীর সোনা।
সেইপথে যায় গরু, গরু গাড়ি যায়,  
ঘাস-দাম ভয় পেয়ে দূরে রয় তাই।
ঊঁকি দেয় ছোট গ্রাম ঐ দূর থেকে,
সেই দিকে পথ যায় শুধু এঁকেবেঁকে।
সৌরাভা মোহময় আমোদ এনে খুব,
জীবেদের স্নানান্তেই নিজে দেয় ডুব।  
চাষিরা ফিরেছে গৃহে,পথ রয় একা।  
রাত্রি পোহালে পাবে আত্মীয়ের দেখা।
মোদের জননী দেখো,সেই মা-মাটি!
তিনি যেন মহীয়ষী, স্নেহময়ী খাঁটি।
প্রশান্তির স্বাসপ্রশ্বাসে এ-প্রকৃতি ঘেরা,  
জন্মদাত্রী,পালনকর্তৃ দু’য়েই সে সেরা।