ঘণ আঁধার রাতি,
জ্বালিয়ে হাত-বাতি,
দশ বছরের নাতি,  
নিয়ে আমার সাথী।
পদ্মার তীরে তীরে,
চলেছি ধীরে ধীরে,
মুখোশ নিয়ে শিরে।
চড়ক মেলা ঘিরে,  
মেলার এক কোণে,  
বসবো গিয়ে দুজনে,
আসবে সেই ক্ষণে,
অনেক লোক-জনে।
রঙিন মুখোশগুলি,  
দেখবে তুলি তুলি,
খুশির মগজ খুলি,
তা্রা ভরবে ঝুলি।  
আসবে পরে বেলা,
শেষ হবে ঐ মেলা,
উঠবো নাগরদোলা,
নিয়ে আমার চেলা।
খুশি ভরা আঘ্রাণে,
কন্ঠে মধুর গানে,  
ফিরবো ঘর পানে,  
দাদুনাতি দুই প্রাণে,