আমি মোবাইল,
পকেট’ই আমার ঘর।
কথা যখন, কেউ বলতে চায়-
তখন আমি খুব সাবধানে,
আসি হাতের’পর।
মালিক যেখানে যাই-
ভুলেও কখনো যায় না ছেড়ে-
সঙ্গে নেওয়াই চাই।
দুঃখ সুখের ঘরোয়া কথায়,
কিংবা সুখের প্রেমালাপে,
মনটা চিবিয়ে খাই।
ছল-চাতুরী, সে তো আমার-
বড্ড মজার খেলা!
একের দোষে, অন্য জনকে,
মারছি ভীষণ ঠেলা।
মালিকের সঙ্গে থেকে ঘরে;
চালাক করে ঠেলছি কাউকে-
রাম নগরের মেলা।
আমার মজার কৌশলে কেউ-
পায় জীবনে খুশির ঢেউ।
আবার কখনো-
একের প্রাপ্য জনিস-পত্র;
পায় সে অন্য কেউ।
খুন-খারাপী এটাও বড়ো নেশা,
করছি আমি ঢের-
গোপন কাজের দিই ভরসা;
পায় না কেহ টের।
তাইতো আমার এতো আদর-
এতো সেবা যত্ন।
ভালোবেসে কেউ আমাকে,
বলেই তো বেশ বুক ফুলিয়ে-
মুল্যবাণ তুই রত্ন।