মনের জানালা দিয়ে,
সবুজ এক বন টিয়ে,
উঁকি দেয় বহুদিন থেকে।
জানিনা কোন সে আলো!
সমাজের মন্দ ভালো!
দেখাবারে চায় ছবি এঁকে।
ফুলে,ফলে ভরা শাখী ,
মনের রাঙ্গা যত পাখি ,
ধরা বুকে যদি আঁকা হয়।
মনের আঁধার যত,
হয়ে যায় দূরীভূত,
আলোর ঝলকে আসে জয়।
তাই মনের জানালা খুলে,
বসে আছি পথ ভুলে,
আশার বাঁধনে বুক বেঁধে।
যদি সবে মিলে গিয়ে,
কাজ করি মন দিয়ে,
সফল হবোই হবো জেদে।