আবিষ্কারের আছে বাকি অনেক কিছু!
বিজ্ঞানীরা তাইতো ছুটে জ্ঞানের পিছু।  
যে জ্ঞাণ পেলে নিত্যনতুন আবিষ্কারে-
উঠবে ভরে নতুন কিছু দেশ ভান্ডারে।
লেখক জাগো নতুনত্বের সাহিত্য প্রেমে,
সর্ণাক্ষরেই নামটি লিখতে যুগের ফ্রেমে।
সংসারের ঐ ভাঙা গড়ার রূপটি লিখে,
যাচ্ছে কেবল পুরাতন ওই পথের দিকে।
প্রেমের জগত দেখছে দেখুক কৃষ্ণ, নবী,
আজকে থেকেই আঁকো সবে নতুন ছবি।
ভালো কোন নব লেখায় জান যাবেনা,
এই লেখাতে আর কখনো মান পাবেনা!
কলম চালাও, নতুন করেই নতুন পথে,
চড়তে পাবে, দার্শনিক ওই জ্ঞানীর রথে।  
ভাবনাকে আজ নতুন করো, ওহে কবি!
সাহিত্যের মাঝে দেখাও এনে নতুন ছবি।
প্রাণ-বিয়োগের পরেও তুমি থাকবে বেঁচে,
ঐ রত্ন-আকর পাবেই জেনো সিন্ধু সেঁচে।