নবম শ্রেনীর ছাত্র পরি, ডন্ট কেয়ারে চলে।
খেলে বেড়ায় সর্বদা, তবু ফাষ্ট’ই হবে বলে।
ক্লাস-পরীক্ষার প্রতিটিতে হয়েছে ভালো ফল,
বার্ষিকের-টায় মাথা গরম ঢালতে হল জল।
অবাক সবাই আসলো ছুটে কি হল গরবর!
জ্বর নাকি, কাঁপছে কেনবা এমনি থর থর!
পরীক্ষা তো আনেক দিল হয়নি এমন কভু,
গরম গরম দুধ খাওয়ানো একই রকম তবু।
শিক্ষক এল সভায় বসার কম্বল নিয়ে হাতে,
জড়িয়ে দিল ওর গায়েতে দেখেই সাথে সাথে।
অক্কা’ই পাবে নাকি আজি বেচারা ছাত্র পরি!
যাই নিয়ে চল হাসপাতালে কর্তব্য তো করি।
পরীক্ষাও আজ হল বাতিল এই বিপদের চাপে,
শুনে পরি উঠলো ঝেড়ে, আর নাহি সে কাঁপে।
কাঁদতে কাঁদতে বলল পরি,‘মারবেন নাকি স্যার?’
মা কেড়েছেন নকল কাগজ, তাই হয়েছে ব্যাড়।
নকল কাগজ ছিলনা আজ একটিও মোর কাছে,
এমন নাটক তাই করেছি, ফেল,হয়ে যাই পাছে।