গুণ বোঝা যায় উপলব্ধে!
জ্ঞান বোঝা যায় বচনে,
শুদ্ধতা মনের রন্ধ্রে রন্ধ্রে!
সভ্যতা দেখি তার চলনে।  


যার নজর ওই সর্বোগ্রাসী!
সে প্রকৃতই প্রেম জানেনা।
আসল যেজন প্রেমবিলাসী,  
সৎ-আদর্শের গূন ছাড়েনা।


প্রেম নিবেদন সহজটি নয়,  
রাগ অনুরাগ আছেও মাঝে।      
রক্তিম সূর্যেও কেমনটি ভয়,
আগুনে পোড়া গরুই বোঝে।


একাগ্রতার ঐ শুদ্ধ সাধন,
যায়না ভেঙ্গে কাঁচের মত।
রেখোনা মনে কঠিন বাঁধন,    
জীবন কর্মেই থাকতে রত।