পূজার গন্ধে মাতলো দেশ, চারটি দিনের জন্য,
এই সময়ের মধ্যেও দেখি, অনেক কিছুই অন্য।
মাতাল যেমন মাতলামীতে হারিয়ে ফেলে জ্ঞান,
চাল-কলাটা বাগিয়ে নিতেও পুরোহিতের ধ্যান।
জুয়ার বোর্ডেও সম্পদ হারায়; অনেক জুয়ারী,  
ফাঁকা ঢাকের আওয়াজও তোলে পিছন দুয়ারী।
নারীলোলুপ নারী নিয়ে খেলে হোটেল ও বারে,
ছল করে ওই যুবক-যুবতি জমিয়ে প্রেম করে।  
নিজ গর্ভধারিনী মা’কে, ঘরে দুঃখ দিয়ে রাখে,  
সাজানো ওই মাটির প্রতিমা, ঘটা করেই দ্যাখে।
পূজার নেপথ্যে দেখিনা ভালো, সকলেই স্বার্থপর,    
পূজা করলে আসল প্রতিমায়, জ্ঞানেই ভরে ঘর।