তুমি রবি, খ্যাতির ‘শৃঙ্গ’ বিশ্বকবি,
আজ চক্ষু সমুখে দেখতে পাইনা বলে,
কল্প চক্ষু মেলে দেখি সকলে-
তব ছবি, তব খ্যাতিমান ছবি।
তুমি বঙ্গ সন্তান,
ভারত তথা পৃথিবীর সম্মান।
সমাজের বুকে দিয়েছো যা কিছু –
অশেষ অকৃপণ দান।
প্রাণ ভরে যায় লিখিত গল্পে-
কবিতায়, প্রবন্ধে, গানে,
প্রতি সাহিত্য শাখার যত খুটিনাটি
আজও দোলা দেয় প্রাণে।
তুমি বিপ্লবী একজন,
ভারত মাতার মুক্তির তরে
তুমি ছিলে এক মহাজন।
তব অস্ত্র ওই কল্প চক্ষু-
আর হস্তে খড়্গসম মসি।
খর্ব করেছো মসির ধারাতে–
তীক্ষ্ণ তোমার ভাষার কড়াতে,
ব্রিটিশ ধারালো অসি।
তোমারি প্রেরণায় উদ্বুদ্ধ আজ
লিখে যাই কচি হাতে।
তাই তোমার ১৬২তম জন্মদিনে,
ভেবেছি থাকবো সাথে।
তোমারে এই দিন, প্রতিটি বছর,  
এমনভাবেই করবো স্মরণ।
আমরা ভারতবাসী-
আজও তোমায় ভালোবাসি,
বাঁচিয়ে রাখতে মহা-সম্মানে,  
মাল্য ভূষণে করবো বরণ।