নাওনি শিক্ষা, যা দেন মা-বাবার মত গুরুতে।        
জীবনটা কাটালে অকাজে-কুকাজে, মাঠে-ঘাটে!
বৃথাই জল খোঁজো এখন মরীচিকাময় মরুতে!
জানোনা দেহের দীর্ঘ্য হাড়টি’ই থাকে, উরুতে।  
আজ আছো, কাল’ই উড়ে যাবে এক ফুরুতে।  
তুমি শিল্প কর্ম দর্শানোই আজকে চলেছো মাঠে,
শেষ কেমন হবে, বোঝা গেছে আজ শুরুতে।
শেষের ঘন্টা বাজবে বলেই সূর্য চলেছে পাটে।