উজ্জ্বল আলো নতুবা অন্ধকারই চায়,  
চাঁদের আবছা আলোটি চায়না কেহ।
তীব্র আলো্য সত্যেরই সন্ধান মেলে,  
আবছা আলোয় অনেকে লুকায় দেহ।    
আজকে যারা তীব্র আলোর মাঝেই-
শৃঙ্গ চুড়ায় ঐ মহা-সিংহাসন পাতি।
রাখছে নজর ঐ নিম্ন স্তরের উপর-  
তারাই কি কোন উচ্চমানের জাতি।
জ্যোৎস্না হল অন্ধের হাতে যষ্ঠীদান,
সারাটি কাল সেটা উন্নয়নহীন জাল।
তিলে তিলে মরছে তা্তেই সুস্থ প্রাণ,
বন্দি্সম সে গোলক ধাধার অন্তড়াল।  
আবছা আলোয় বসবাসকারী জীবের,  
প্রানপ্রদীপটি জ্বলবে কেবল ক্ষীণতায়,  
নিভেও যাবে সেই প্রদ্বীপের আলোক,  
তাহার মাঝেই ধীর গতিতে দীনতায়।
মনের আলোয় যেমন খামতি থাকে,  
চাঁদের আলোও ঋণেরই নজির মাখা।
তাই, আলোটিকে সবাই রাখো দূরেই,  
সূর্যের আলো আছে সবার জন্য রাখা।
প্রকৃতিই দিয়েছে অসীম শক্তি, ক্ষমতা,
শ্রম দিয়েই তাহা লাগাতে হবে কাজে।
ভরসা নির্ভর জীবনটাই বড় অসহায়,
পিছনে ডাকে মৃত্যু,ভয় কিংবা লাজে।