শালিক শাবক নিচ্ছে বসে,  
            মায়ের দেহের তাপ।
দেখলো হঠাৎ চড়ছে গাছে,  
            ভয়ংকর এক সাপ।  
দেখেই শালিক চেঁচিয়ে চেঁচিয়ে,
            ঠোক্কর দিচ্ছে গিয়ে।  
হাজার শালিক জোগার হল,  
            ঐক্যের শক্তি নিয়ে।
ঠোঁটের বিষেই কাহিল আজি,  
             সর্পিলী জানোয়া্র।
মনের জোরে সাহসী শালিক,
            জিভ কেটেছে তার।
অন্ধ হয়ে অগত্যা সর্পরাজ,
            পড়ল স্বজোরে মাটি।  
বুড়ো শালিক বলে কিচমিচিয়ে,
             একতাই হল খাঁটি।
একার শক্তি সদা দুর্বল অতি,
            প্রাণনাশে থাকে ভয়।
দশের লাঠি হয় সর্বশক্তিমান
            অনায়াসে আনে জয়।