খবরটা পেয়েছো কিনা জানিনা,
আছি সেই মহাব্রত পালনে।
বড়-ছোট কাঁকড় আর নোংরা,
বেছেই চলেছি সেই চালনে।
কয়লায় লুকিয়ে থাকা হীরকটা -
সহজে সেটা কেউ পান’না ।
খুঁজে নিতে হ্য় জানি সব দিন,
কাঁকড়ে্ও থাকা চুণিপান্না ।
যারা আজও সমাজের সেইরূপ -
মূল্যহীন কাঁকড়ের মতো।
তাদের দেওয়া ক্ষতিকর আঁচড়ই -
হৃদয় গভীরে করে ক্ষত।
উপেক্ষা করেছি তবু সেই জ্বালা,
প্রেমের বাঁধনে থেকে আমি।
মরেও পালিবো ঠিক সেই ব্রত,
দেশমাতার আমি শুভকামী ।