আপন খেয়ালে ঘুরছে পৃথিবী,    
এটা যেন একটা আজব ছবি।
যুগে যুগে ঘুরে চলেছে স্ববেগে,  
টেনে নাকি ধরেই আছে রবি।
পৃথিবীর মতই আরো গ্রহরাও,
অদৃশ্য সুতোর টানে ভাসমা্ন।
অবাক তাদের মাঝেই পৃথিবী,
অপরূপে স্বজীব এক মহাপ্রাণ।
চারিদিক তারা ভরা মহাকাশ,
আরো সব আছে কত অজানা!
কে কোথা ছুটে চলে অবিরাম,
সবকিছু জেনে নেওয়া সোজানা।
তা অর্জনে যথাযোগ্য দাও ধ্যান,
ঠিক শিক্ষায়, জ্ঞান অর্জিলে তবে।
উন্নয়নে পৃথিবীটা পাবে মহামান,
অজানা তথ্যগুলি উন্মোচিত হবে।