পান খেয়েছেন শৈল বুড়ি;
                   মুখ করেছেন লাল,
চুনের ভাগটা বেশি হওয়ায়
                   পুড়েছে তাঁর গাল।
নাতি হেসে লুটোপুটি খায়,
                 ঠাম্মা জ্বালায় কাঁদে।
রাগ রাড়াতে বলল নাতি,
             “এবার পরেছো ফাঁদে’
তাইতো বুড়ি নাতির উপর
                গেলেন ভীষণ রেগে,
চাবুক হাতে ছুটেন পিছন
               একশো মি্টার বেগে।
হোঁচট খেয়ে পড়েন বুড়ি
                     মুখ থুবরে পথে,  
ছোট্ট নাতি দৌড়ে এসে
              তুললো কোনো মতে।
বললো নাতি, “এবার বলো,
           পান খাওয়া কি ভালো?  
ঠাম্মা বুকে জড়িয়ে বলেন,  
         “পান না খাওয়াই ভালো”
হেরে গিয়ে নাতির কাছে
               পেলেন বড়ো শিক্ষা,
পানটা ছেড়ে নিলেন শেষে
              নাতির জ্ঞানের দীক্ষা।