জীবনের তিন কাল পেরিয়ে শেষকালে এসে-
দুঃখ-শোক ভুলে, আজও চলেছি হেসে হেসে।
কারণ আমি বাঁচতে চাই, আরও অনেক সাল,
জীবনের পথ, চলবো বেয়ে, আরও সময়কাল।  
মৃত্যু দূত, আসুক নিতে, সময়টা নেবো চেয়ে,
এখনো অভুক্ত আছে যে, আমার ছেলে-মেয়ে।
তাদের মুখেই আহারদি, তুলে দিতে চাই আমি,
শিখাবো তাদের, পরিশ্রম’ই সবার থেকে দামী।
আসবে বাড়ি-গাড়ি-মান, যে অর্থের বিনিময়ে,
জানাবো, সকলই আসিবে এই কর্মী-দেহ ক্ষয়ে।
সময়ের কাঁটাটি গতিময়, থামবেনা জেনো কভু-
অধম, অলসরা অকেজো, তুমি কেন হবে তবু।
তোমার কাজে গতি রাখো, ফলাফল ঠিক পাবে,
পরিশ্রমের দাম দেবেনা কেউ, আপনই বদলাবে।