অলস হলেও চালাক চতুর,
কালো কোকিল পাখি।
দেখলে তাদের বেশ বোঝা যায়,
লাল বুদ্ধি দ্বীপ্ত আঁখি।
বাসাই কেবল গড়ে নাকো,
ডালে বসে রাত কাটায়।
প্রত্যুষে তারা কুহু রবে-
মানুষ জনের কান ফাটায়।
স্ত্রী-কাক যখন মা হতে চায়,
কোকিলা বোঝে ইঙ্গিত তার।
বেশ ঠকিয়ে ডিম পেড়ে দেয়-
আপন বাসার ধারে না ধার।
কাক কালো আর কোকিলও কালো,
এটাই তাদের জোর চালাকী।
ছানার সেবাও নেয় করিয়ে-
কাককে দিয়ে মস্ত ফাঁকি।
যার; মিষ্টি মধুর গান শুনিলে,
শত্রুও হয় বন্ধুসম।
ঠগী হয়েও ‘বসন্তের দূত’!
খ্যাতি পেল বিশালতম।
পরের মাথায় বেল ভেঙে খায়,
এমন জীবের নাইকো অভাব,
দিব্যি জীবন দেয় কাটিয়ে-
দেখিয়ে তাদের ঠকের স্বভাব।