নরম লেপের উষ্ণতা মেখে
আরামেতে পড়ে থাকি,
কি হবে জেনে, কি দাবি নিয়ে
কোথায় লড়ছে চাষি !
ফেলে গৃহকোণ চেনা পরিজন
ভিটে মাটি সব ছেড়ে,
নেমে রাজপথে দিল্লি প্রান্তে
চাষি লড়ে, আর শুধু লড়ে |
মমতা মাখানো মাটি পড়ে আছে
ফেলে আসা সেই গাঁয়ে,
সন্তান প্রিয়, তারও চেয়ে প্রিয়
শ্যামল ক্ষেতের ছায়ে |
প্রতিদিন বুঝি আশায় কেটেছে
মানা হবে দাবি তাঁর,
ফিরে যাবে দেশে, জমিটির পাশে
বুঝে নিয়ে অধিকার |
হিমেল বাতাস শীতল বারি
মাথার উপর ঝরে,
মাটির মায়ায় বাঁচার লড়াই
চাষি জান দিয়ে লড়ে |
জন প্রতিনিধি হয়েছে মন্ত্রী
একথা বোঝাই ভার-
কার প্রতিনিধি হয়েছে এখন
পুঁজিপতি না জনতার ?
কত না স্বপ্ন কত না আশা
ওই দুই চোখ জুড়ে,
চাষি চলে যায়, কত মমতায়
সাজানো বাগান ছেড়ে |
তীব্র শীতের বিষে জর্জর
ঢলে পড়ে শেষ ঘুমে,
ফেরা হয় নাতো, মায়া মমতায়
জড়ানো নিজের গ্রামে |
স্বজন হারানো বেদনার ভার
বিবেকের কড়া নারে,
চাষি মরে যায়, তোমার আমার
ভাগের লড়াই লড়ে |