**এ কোন সাগরের ঢেউ?**
--------------------------------------------
দেহ আর মনে সত্যি কি থাকে কোনো ভেদাভেদ?
কখনো ভোগের সাধ আবার কখনো শূন্যের সংযোগ!
এইতো সেদিন ছোটো ছিলো বলে--
বিদায়ী সংবর্ধনায় গান্ধী ঘাট যোগ হলো।
আজও,একই অণুভবে--
নির্ঝরের স্বপ্নভঙ্গের পাল্লাটা আরো আরো ভারি হলো।
অথচ কী আশ্চর্য বাতাসে সুর খুঁজে চলে কি পরবো বলো!
সময়ের নিরিখ বদলের এই যে রঙ-মেলান্তী জৌলুস,জুড়ি মেলা ভার
সারা আকাশ জুড়ে সপ্রতিভ নক্ষত্রের উজ্জ্বল উপস্থিতি
পাখি গান গায়,বলতে তো পারতে একটি বার!
জানি না এ কোন হৃদয় ছোঁয়া সাগরের ঢেউ?
আবারো সুমিষ্ট বাতাসের সুরে জীবন ছুঁয়ে গেলো!
---------------------------------------------
       ----১৪/১/২০২১-অবুঝ মন----