এ কেমন এ কালের চেনা স্রোত
-------------------------
কত রঙ মেশানো এ সুতোয়?
কে জানে--ছিঁড়ে যাবে কোন ক্ষণ?
ধিক ধিক যে আগুন জ্বলছে
রোগটা সারাবার আছে কী?
শুধু তো দেখছো ব্যবসা মনোহর
কাঁচা রোদ গায়ে লেগে হাওয়া খায়!
এভাবেই চাষি কত মরছে
নিজেদের সম্বল সবটুকু হারিয়ে
দেবে কে--বাঁশ ঝাড় জানো কী?
চরিত্রের যে উঠোন সেনসেক্স!
চেনা স্রোত ভাবলেই মুস্কিল
ভেবে দেখো এরপর কতদূর এগোবে?
------------------
এর চেয়ে বেশি কিছু চাই না
-------------------------------
মেখেছি অনেক ঝর্ণার জল
দেখেছি অনেক বরফ সাগর
তবুও খুঁজে বেড়াই ঝরঝরে শীতার্ত শহর
জানি লেলিহান শিখা হতে পারে--
কতটা ভয়ঙ্কর উষ্ণ ঊষর?


এ জীবন মানে কিছু সময়
আর একসাথে কাটানো কিছুক্ষণ
একটু মোচড় লেগেছে কী পৃষ্টা বদল!
আমি নই সে দলের সঙ্গী
আমি হতে চাই হিমঘর ঠান্ডা বেওয়ারিশ।


এর চেয়ে বেশি কিছু চাই না
ফাটলের দাগ যেন না দেখি
আয়না স্বচ্ছ হলে গড়ে ওঠে পবিত্র মন্দির।
-------------------------------------
৫/২/২৪-অবুঝ মন -