শোন গো হৃদয় রানী কিছু কথা বলি
ভালো না বাসতে পারো মিথ্যে ছলনা কেন ছলি?
হে সখা প্রিয় কানা,এ কথা বলছো কেন?
আমার পরিস্থিতি তুমি কি জান না?
শোন রানী,জানি সব জানি-তাই তো বলছি তোমায়
এতোদিন এতো কিছু-সবটাই ছিলো কি শুধু অভিনয়?
এমন করে বোলো না সখা-এ কথা শোনাও পাপ
নীরবে নিভৃতে ভেবো একবার-হবে শুধু অনুতাপ
অনেক ভেবেছি প্রিয়ে-কত রাত জেগে বিছানায় শুয়ে হয়ে গেছে পার
হেরি চাঁদ ডুবে গেছে ভর্তুকি চাঁদোয়া রেখে শুকনো মরিচ গুঁড়ো এই উপহার!
কেন প্রিয় কোন কথা ঝড় তোলে তোমার অবুঝ মনে জানবো কেমনে?
এখনো বলছি আমি-এই মন কাউকে দিইনি এটা ভালো করে জেনো
তোমার এই কথা শুনে-মনে হলো ফসল বুঝি এমনি   এমনি ফলে?
মনের এই দেওয়া নেওয়া যদি না থাকে-জনম যে বিফলে
ওহে প্রিয় এখনও বলছি আমি,হয়েছে যে জানা জানি
মনের হদিস কে বা জানে?
বুঝেছি সখি কথা দেওয়া খেলার,চলছে এ ভেলা
বৃথা ভালোবাসার অলব্ধ বন্ধনে
শোনো সখা ভুল ভেবে ভেবে চলছো কেন?তোমার জীবন যে বড় সুমধুর
আমার এ জীবন-ঘাত প্রতিঘাতে ভরা বড়ই বেদনা বিধুর
শোনো প্রিয়ে-এড়িয়ে যাওয়ার তোমার এই প্রয়াসে মুগ্ধ হলাম
কখনো আশা করিনি তোমার এই মায়াজাল বুনন,এ কি সুনিপুণ উপহার স্বান্তনা পেলাম?
---------------------------------------------
৫/৪/২০২০-অবুঝ মন-