সযত্ন অবহেলার বহমান স্রোতে ভেসে যাচ্ছে
কতশত সাজানো ছোট ছোট স্মৃতি অনুভব
ইচ্ছের রাজকীয় বিশ্বাসে ভাসানো ভেলা ছুটছিল
অলৌকিক মরমিয়া একমুঠো মিঠে রোদের পরব ছুঁতে
এক ঝুড়ি কথামালা --
বিবাগী বসন্তে আনমনে ভিজছে অকাল বৃষ্টির ছাঁটে
ভরা আঁচলের কৌশলীকায়
জোড়া শালিকের দেখা মেলা ভার
চুপচাপ বসে থাকা একা একা দীর্ঘ প্রতীক্ষায়
অবশেষে হতাশ দীর্ঘশ্বাসে--
জ্বলে পুড়ে খাক হয়ে যায় ফেলে আসা ইতিহাস
অথচ স্মৃতির বালুকা বেলা নীরব নির্বিকার।
---------------------------------------------
২৯/২/২০২০-অবুঝ মন-