চলার স্রোতে যে পথ বাঁকা
আলপনা রঙ দেখছি আঁকা!
এগিয়ে আসা হলোই যতো
বোবা বাতাস ছড়ায় ততো!


বছর শেষে কী যে হলো?
মরুভূমির গল্প এলো!
তেইশ যখন পা বাড়ালো
নীরব শহর জেগেই গেলো!


তুমি কি আমায় ভালোবাসো?
জানিয়ে একটু ঝেড়ে কাশো
আনলো টেনে দুষ্টু হাসি
দেখো আমি সেই বাতাসি।


স্মৃতি আবার হেঁটে বেড়ায়
কবির কাছে এ সবই মানায়!
যাত্রা শুরু মোহের আঁচে
সত্যি কী আর প্রণয় বাঁচে?
---------------------------------
২/১/২২-অবুঝ মন -