বাঁধনে আকাল টেনে জুড়ে থাকা যায় না
কাগুজে নৌকার ছায়া সুখ ছায় না
জীবনের পর্বে তমসা কী জুড়ছে?
নির্দেশ শোনো রাই ছায়া জল ঘুরছে
পাশে বসে পাশে থেকে নেয় কে সব ভার?
এ পৃথিবীও দিতে জানে মূল্যের দাম তার
এরপরে জাগে যদি নানাবিধ প্রশ্ন
সময়ের দাবিদারে নয় তা ভগ্ন
একবার দেখো চেয়ে চাঁদের ওই মিনারে
প্রেম আছে সব কালে চিত্তের গভীরে।
-----------------------------------
৫/৫/২৩-অবুঝ মন-