আমি সেদিন ও ডাল মুগ সহজোগে দানা পানি নিয়েছি কিনে
আমি ভাবতেও পারিনি এমন আঁধার নামতে পারে জীবনে!
আমি তো চায় নি কখনও উঠোন টা ভাগ হোক কারও -
আমি কি বলেছি কাউকে বাঁধনের হাত ছেড়ে উড়ো হাত ধর?


আমি জানতাম তোমাদের এজলাসে ভোগ যোগ চড়া দর সুখের কদর
তাই কি অনায়াসে ধার দেনা ঋণ বোঝা কমাতে এ রাস্তা ধর?
হয়তো চুকচুক চোরা বালি জোৎস্নার চর নয় এটুকু বুঝতে হয়েছে ভুল
যার ফল তুলতে এভাবে মাখলে রমরমা পাঁক মাটি আর কালো ঝুল!


যে পথে এই যোগ সে পথে তুমি ও তো নাচতে এসেছিলে ধেই ধেই
দেখলে না ও শহর ক্লান্ত সর্বশান্ত নাবিকের মার প্যাঁচ একটুও জানা নেই!


যাকগে দোষ নেই রক্ত ও কথা বলে সেদিক টা রেখো সব খেয়ালে।
--------------------------------------------
৪/২/২৪-অবুঝ মন -