বিগলিত  বাসনা আবদ্ধ কুহুক মায়ায়--
হাঁসফাঁস করে খরস্রোতা নদীর বুকে
চেনা পৃথিবী পরে ,জলকেলি খেলা করে
নিষ্ঠুরতার কর্কশ সুর ঢেউ তুলে।


ন্যাকামো ময়ূরের মতো পেখম মেলে
টোপ দিয়ে যায়, নানা ঘাটে ঘাটে
সুরের সুরে ,স্বরলিপি মিলে গেলেই
অভিজ্ঞতার পাতার বহর নড়ে চড়ে ওঠে।


এরপর নেমে আসে অকাল বোধন
তীর বেধাঁ আহত পাখির মত পড়ে
ফতুর প্রেমের- জ্বালা বুকে নিয়ে
মৃত্যু অভিমুখী দেয়ালেতে ঠাঁই মেলে।
-----------------------------------