সুখের খয়ার ভাঙতে চেয়ে মরন যদি এসেই যেতো
কী বা আমার করার ছিলো পথের ধারের রেলিং ছুঁয়ে?
পেরিয়ে যেতাম সাদা কালোর ভাবনা ছেড়ে জীবন থেকে অনেক দূরে ---
পাহাড় থেকে সাগর নদী নাই বা আর দেখতে পেতাম কোণখানে
জানতাম কি ধূসর বলে কিছু ছিলো মাঝদরিয়ায়?
হয়তো কিছু ওলোটপালট হয়েই যেতো কাটিয়ে আসা জীবন তটে
এবার বলো হঠাৎ করে এমন বাঁকে এলাম কেন?
আসল কথা হাঁপিয়ে ওঠা ধুলোর গুঁতো এতোখানি জবর ছিলো বলবো কারে!
সকাল সকাল সবুজ ক্ষেতে চাপান ঢেউয়ের এত্তো বহর হতে পারে?
-------------------------------------------২০/১০/২৩-অবুঝ মন -