একদিকে সারি সারি গল্পের প্লট প্রস্তুতি,উন্নয়নের রঙিন চশমা
সমান্তরালে ব্রিটিশ কায়দায় ঠ্যাঙাড়ে বাহিনী অগ্ৰগতি
এবার ভাবো সত্য,ন্যায়,নীতি কতদূর এগোতে পারে?
আর কী সহ্য হয়?
অথচ আলটপকা নিজস্ব অর্থনীতির গল্প---একেবারে ঠোঁটের ডগায় এসেছে চলে!
কী নেই তাতে?পেনশন স্কিম থেকে শুরু করে,
রবীন্দ্রনাথ,বঙ্কিমচন্দ্র,-----লিওনার্দো দা ভিঞ্চিকে টপকে সম্মুখ সারিতে!
ফলে যতোই চুরির অভিনব দিক গুলি--এক এক করে হচ্ছে উন্মোচন
ততোই প্রানপ্রন নিজেকে তুলসিপাতা বানানোর অভিনবত্ব কৌশল!
কিন্তু খেয়াল রাখেনি স্মৃতিভ্রমে---কর্ণ কখন যে রথের নিচে দাঁড়িয়ে
এবার ভাববার সময় এসেছে শকুন না যুধিষ্ঠি--এ সমাজে কার গুরুত্ব বেশি?
-----------------------------------------
২৮/১/২৩-অবুঝ মন-