সেই যদি মন খারাপের কালো মেঘে ঢেকে রাখো নিজের বসত
আর কী হবে চলার পথে মিষ্টি পানের বরজ খুঁজে?
ইচ্ছে খুশি থাকতে পারো যেমন ছিলে তেমন ভাবে
জানতে না কি জীবন নদে অমন ধোঁয়া সোহাগ যাপন বজায় ছিলো?


এবার আসি,ফিরে দেখা ঢেউয়ের বলয় কেমন করে উঠলো জেগে---
নুড়ি পাথর কী না ছিল--পলক জোড়া আশার আলোর চতুর্দিকে ?
এই তো সবে কথা দিলে আর না হবে পিছন ফেরা
অমনি আবার চড়ুই পাখি ডানা মেলে ফুড়ুৎ ফুড়ুৎ কানের পরে!
কোথায় যেনো ফুটো তিমির?শোনা গেল পারাপারের নৌকোটি ফের ডুবছে জলে!


এবার বলো কিসের আশায় চাঁদের পাহাড়  থাকবে জেগে?
----------------------------------------
১৯/১০/২৩-অবুঝ মন -