কী জানি আগলে রাকা?
চকিতে হিসাব ফাঁকা!
বড্ড একা ছিলাম যেমন।


সময়ের হিসেব নিকেষ
কখন-কেমন কে বা জানে?
হয় কি সব নিয়ম মেনে?


কদিনের এই সফরে
দূর্ভিক্ষ এমন হলে
বাকি পথ ঢাকবে মেঘে?


চোখ কান খোলা রেখে
মাথাটা ঠাণ্ডা রেখে
এগিয়ে চলো সহজ পাঠে।


সূর্যের আলোক শিখা
উঠবে জ্বলে অহর্নিশি
এবার ভাবো করবেটা কী?
--------------------------------------
৩/১০/২৩-অবুঝ মন-