হয়তো তুমি অনেক ঘাটে নোঙর ফেলে ক্লান্ত এখন
তাই বলে কী গঙ্গা জলের হয় কি ভাঙন?
জীবন নদের বাঁকে বাঁকে সহজ নিয়ম জানতে হলে
জোৎস্না মুখর চাঁদের বুকে নিয়ন আলোর শহর খুঁজে এসো চলে
জানবে তুমি নিয়ম মানা পুজোর ফুলের সুবাস কত
বৃষ্টি ভেজা অন্য কারও জাগ্ৰত ঢেউ হোক না যতো
দেখবে চেয়ে উষ্ণ মুখর উপন্যাসের প্রথম পাতায় জ্বলজ্বলে নাম
জানলে পরে হয়তো খানিক শান্তি পাবে অশ্রুদাগের ভিতর জুড়ে
এবার বলো কী বা গেছে অন্ধকারে হারিয়ে তোমার?
মনে রেখো মানুষ পারে চলার পথে এগিয়ে যেতে
মুছে ফেলো চোখের কোণা যা গেছে তা যাক না বলে --
--------------------------------------------- -২৪/৯/২৩-অবুঝ মন -