বেজায় হেসে ঘুমের দেশে
খুঁজছে ফকির নকুল দানা
ওরা কারা-হ্যাংলা শৃগাল?
রাতবিরেতে দিচ্ছে হানা!
আর কতদিন মাটির পুতুল
এমনি করে মাটিই রবে?
ততদিন এই মেঘ-মেদুরের
খেলা খেলা খেলাই হবে!


তবে আর কী পাথর চোখে
তাকিয়ে থাকো ঘুমের ঘোরে
শকুনগুলোর লকলকে চোখ ইচ্ছেমতো
খাক যত খাক খাক না ছিঁড়ে
এবার বল কেমন করে
এই পৃথিবী শান্ত হবে-?
---------------------------------------------
-২৯/৬/২৩-অবুঝ মন-