এ শহর জানে অস্থায়ী ঠিকানার কী আছে মানে
তাই এই  মাটি খোঁড়া জল,সরল রৈখিক অবস্থান।


কে না জানে বহুফসলীর কতটা কদর?
তবু আজও--পিনের কদর্জ বাজার মূল্যে চলছে আদর!


তুমি যেমন ছোপ ছোপ দাগ পেড়ে,বিনিময়ের পাতায় চোখ রেখে হতে চাও উদাসীন
ঠিক তেমনি অনাদি দিগন্তে আত্মসুখেই কতশত ভাসমান।


তা সে যতোই ঝরাপাতা হোক না কেন
এবার বলো সহজ সরল মাঝি বিকেলের আনমনা রোদ খুঁজবে কি না?
----------------------------------------
১৩/২/২০২৩-অবুঝ মন-